আপনাদের আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা

Wednesday, July 4, 2018

শেরপুর জেলার ইতিহাস

১. সৃষ্টির প্রেক্ষাপট : শেরপুর রাজ্যের রাজধানী ছিল গড়জরিপা। বর্তমান
গাজীর থানার ইউনিয়নের গিন্দাপাড়ায় ফকির বাড়িতে শের আলী গাজীর
মাজার এবং নকলা উপজেলার রুনী গায়ে গাজীর দরগাহ অবস্থিত । বৃটিশ
আমলে এবং পাকিস্তান আমলে নাম হয় শেরপুর সার্কেল। বাংলাদেশ স্বাধীন
হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
শেরপুরকে ৬১তম জেলা ঘোষণা করেন। কিন্তু, রাজনৈতিক প্রেক্ষাপট
পরিবর্তনে স্থগিত হয়ে যায়। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
শেরপুরকে মহকুমা১৯৮৪ সালে রাষ্ট্রপতি এরশাদ শেরপুরকে জেলায়
উন্নীত করেন।

২. নামকরণ : বাংলার নবাবী আমলে গাজী বংশের শেষ জমিদার শের আলী
গাজী দশ কাহনিয়া অঞ্চল দখল করে স্বাধীনভাবে রাজত্ব করেন। এই
শেরআলী গাজীর নামে দশ কাহনিয়ার নাম হয় শেরপুর।

৩. আয়তন : (প্রায়) ১৩৬৩.৭৬ বৰ্গ কি. মি.।

৪. লোকসংখ্যা : মোট- (প্রায়) ১৩৫৮,৩২৫ জন। পুরুষ-৬৭৬৩৮৮ ও
মহিলা-৬,৮১,৯৩৭ । বৃদ্ধির হার : ০.৫৯% ও ঘনত্ব (বৰ্গ মি. মি.) : ৯৯৫
জন ।

৫. উপজেলার সংখ্যা ও নাম : ০৫টি। শেরপুর সদর, ঝিনাইগাতি, শ্রীবর্দী,
নকলা ও নালিতাবাড়ী।

৬. থানার সংখ্যা ও নাম : ০৫টি। শেরপুর সদর, নকলানালিতাবাড়ীশ্রীবর্দী
ও ঝিনাইগাতী ।

৭. সংসদীয় আসন : ০৩টি। (১) শেরপুর সদর উপজেলা । (২) নকলা
নালিতাবাড়ী উপজেলা। (৩) শ্রীবর্দীঝিনাইগাতী উপজেলা

৮. বিশিষ্ট ব্যক্তি : মো: আলী আযম, অধ্যাপক মুসলিম উদ্দিন, গোলাম রহমান
রতন, নাট্যকার আন্দুল্লাহ আল মামুন, বেগম মতিয়া চৌধুরী, শাহ রফিকুল
বারী চৌধুরী, মো: মাহমুদুল হক, ডা. নাদেরুজ্জামান, মো: লুৎফর রহমান,
মোকসেদুর রহমান প্রমুখ।

৯. ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-২০৩ কিলোমিটার।

১০. যোগাযোগ ব্যবস্থা : বাস : ঢাকা-মহাখালী শেরপুর বাস স্টেশন, শেরপুর
কেন্দ্রীয় বাস স্টেশন ইত্যাদি। এনডব্লিউডি কোড নম্বর : ০৯৩১ ও পোস্ট
কোড- ২১০০।

১১. পত্রপত্রিকা : দৈনিক তথ্যধারা, সাপ্তাহিক দশকাহনীয়, শেরপুর ও চলতি খবর।

১২. পৌরসভা-০৪টি ও ইউনিয়ন-৫২টি।

১৩. উপজেলা ভূমি অফিস-০৩টি।

১৪. মৌজার সংখ্যা-৪৫৭টি ও গ্রামের সংখ্যা-৬৭৮টি ।

১৫. মোট পরিবার-৩৩৫৩৫৩টি।

১৬. মোট জমি-১০৬৪৬৭ হেক্টর।

১৭. শিক্ষার হার-৩৮.০৪%।

১৮. উল্লেখযোগ্য ফসল : ধান, পাট, আলু, মরিচ, গম, বাদাম, সরিষা ও ভুটা ।

১৯. শিক্ষা প্রতিষ্ঠান : প্রাথমিক বিদ্যালয়-৬১৭টি, কমিউনিটি স্কুল-১৮টি, নিম্ন
মাধ্যমিক বিদ্যালয়-৩৩টি, মাধ্যমিক বিদ্যালয়-১৩৯টি, কলেজ-৩৬টি,
মাদ্রাসা-১২০টি ও অন্যান্য স্কুল-২০টি।

২০. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-১,৭৪৯টি, মন্দির-৫৮টি ও গীর্জা-২৯টি।

২১. চিকিৎসা কেন্দ্র : হাসপাতাল-০১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-০৪টি,
ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্ৰ-০৮টি, পরিবার কল্যাণ কেন্দ্র-৭০টি, ক্লিনিক-০৫টি ও
কমিউনিটি ক্লিনিক-১২৩টি।

২২. নদনদীর নাম : ব্রহ্মপুত্র, ভোগাই, নিতাই, কংশ, সোমেশ্বরী, মহারম্মি ও
মালিঝি ।

২৩. দর্শনীয় স্থান : গজনী, মধুটিলা ইকোপার্ক, শের আলী গাজীর মাজার, জরিগ
শাহ এর- মাজার, বার দুয়ারী মসজিদ, ঘাগড়া লফার খান মসজিদ ও
মাইসাহেবা জামে মসজিদ।

২৪. জেলার ঐতিহ্য : ঘাগড়া থান বাড়ি মসজিদ, মাই সাহেবা মসজিদ, গড়
জরিপা বার দুয়ারী মসজিদ, পৌনে তিন আনি জমিদার বাড়ি, রং মহল
ইত্যাদি এ জেলার অন্যতম ঐতিহ্য।

No comments:

Post a Comment