আপনাদের আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা

Wednesday, July 4, 2018

নারায়ণগঞ্জ জেলার ইতিহাস

নারায়ণগঞ্জ জেলার ইতিহাস
-----------------------------
১. সৃষ্টির প্রেক্ষাপট : নারায়ণগঞ্জ মহকুমা সৃষ্টি হয় ১৮৮২ সালে। ঢাকা জেলার
সাবেক মহকুমা থেকে ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি জেলায় উন্নীত হয়।
২. নামকরণ : ১৭৬৬ সালে হিন্দু সম্প্রদায়ের নেতা বিকন লাল পান্ডে বেনুর
ঠাকুর বা লক্ষ্মীনারায়ণ ঠাকুর নামেও পরিচিত) ইস্ট ইন্ডিয়া কোম্পানীর নিকট
থেকে এ অঞ্চলের মালিকানা গ্রহণ করেন। তিনি প্রভু নারায়ণের সেবার
ব্যয়ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত।
মার্কেটকে দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীতে এ স্থানের
নাম হয় নারায়ণগঞ্জ । যা বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা।
৩. আয়তন : (প্রায়) ৭৫৯.৫৯ বর্গ কি. মি.।
৪. লোকসংখ্যা : মোট-(প্রায়) ২৯,৪৮,২১৭ জন। পুরুষ- ১৫,২১,৪৩৮ ও মহিলা
১৪,২৬,৭৭৯ জন। বৃদ্ধির হার : ৩.০৫% ও ঘনত্ব (বৰ্গ কি. মি.): ৪৩০৮ জন ।
৫. উপজেলার সংখ্যা ও নাম : ৫টি। নারায়ণগঞ্জ সদর, বন্দর, রূপগঞ্জ,
আড়াইহাজার ও সোনারগাঁও ।
৬. থানার সংখা ও নাম : ৭টি। নারায়ণগঞ্জ সদর, ফতুল্লাসিদ্ধিরগঞ্জ, বন্দর,
রূপগঞ্জ , আড়াইহাজার ও সোনারগাও
৭. সংসদীয় আসন : ০৫টি। না:গঞ্জ-১ : রূপগঞ্জ । না:গঞ্জ-২ : আড়াইহাজার।
না:গঞ্জ-৩ ; সোনারগাও উপজেলা এবং নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন।
সিদ্ধিরগঞ্জ থানা/পৌরসভাভূক্ত। না:গঞ্জ-৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলার
নিম্নবর্ণিত ইউনিয়নসমূহ : ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর, কাশিপুর ও
বক্তাবলী। না:গঞ্জ-৫ : নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন নিম্নবর্ণিত এলাকাসমূহ
: নারায়ণগঞ্জ পৌরসভাগোগনগর ইউনিয়ন, আলীরটেক ইউনিয়ন ও বন্দর।
৮. হানাদার মুক্ত দিবস : ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর রূপগঞ্জ উপজেলা হানাদার
মুক্ত হয় ।
৯. বিশিষ্ট ব্যক্তি : পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, আজহার ইসলাম, ড.
কাজী দীন মোহাম্মদ, মেজর জেনারেল (অব:) কে এম সফিউল্লাহ (বীর ।
উত্তম), ড. এবি মির্জা আজিজুল ইসলাম, সুফি মিজানুর রহমান, গোলবক্স
ভূইয়া, আ: মতিন চৌধুরীখান সাহেব ওসমান আলীগাজী গোলাম দস্তগীর।
(বীর প্রতীক), এডতৈমুর আলম খন্দকার, ড. আতাউর রহমান, ডা. সেলিনা
হায়াত আইভীঅধ্যাপক নিতাই চক্রবর্তীশিল্পপতি রুকন উদ্দিন মোল্লাছফর।
আলীমিজানুর রহমান (বাবু), ব্যবসায়ী খবির উদ্দিন মোল্লাএডসুরুজ আলী
রাজনীতিবিদ আলী আহাম্মদ চুনকা, ড. আন্দুল আজিজ, এড. আন্দুর রাজ্জাক,
এমএলএ সামসুল হক, ড. অধ্যাপক মাওলানা মো: নাসির উদ্দিন প্রমুখ ।
১০. ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-১৭ কি. মি. ও রেলপথে-২৩ কি.।
১১ . যোগাযোগ ব্যবস্থা ; গুলিস্তান-নারায়ণগঞ্জ ঢাকা বাস স্টেশন, চাষাড়া বাস
স্টেশন, বন্দর বাস স্টেশন, নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন, নারায়ণগঞ্জ নৌ
বন্দর। এনডব্লিউডি কোড নম্বর : ০২ ও পোস্ট কোড-১৪০০।
১২. পত্রপত্রিকা : দৈনিক ডান্ডিবার্তা, সচেতন, সকাল বার্তা প্রতিদিন, খবরের পাতা,
সোজা সাপটা, দেশের আলো, যুগের চিন্তাখবর প্রতিদিন, জন্মভূমি, প্রতিদিন।
সকাল, ইয়াদ, নির বাংলা, কালের কথাসাপ্তাহিক আমাদের রূপগঞ্জ, সাপ্তাহিক
রূপগঞ্জ ও বাংলার সাথী।
১৩. সিটি কর্পোরেশন-১টি । পৌরসভা-০৬টি ও ইউনিয়ন- ৪১টি।
১৪. উপজেলা ভূমি অফিস-০৫টি ও ইউনিয়ন ভূমি অফিস- ৪৩টি।
১৫. মৌজার সংখ্যা-৮৮১টি ও গ্রামের সংখ্যা-১,৩৭৪টি।
১৬. মোট পরিবার-৪,৫৩,৬২৭টি, মোট জমি-৫১,২৯০.০০ হেক্টর ।
১৭. শিক্ষার হার-৫১.৭৫%।
১৮. শিক্ষা প্রতিষ্ঠান : প্রাথমিক বিদ্যালয়-৪৫৯টি, জুনিয়র বিদ্যালয়-১৭টি, মাধ্যমিক
বিদ্যালয়-১২৪টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-০৫টি, কলেজ-২৬টি, মাদ্রাসা-৬১টি
ও ভোকেশনাল স্কুল-১০টি
১৯. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-২৪২৯টি, মন্দির-৭৩টি ও গীর্জা-৬০টি।
২০. চিকিৎসা কেন্দ্র : সরকারি হাসপাতাল-০২টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-০৫টি,
ক্লিনিক-৫৬ এবং ইউ: স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্ৰ-৪৭টি।
২১. উল্লেখযোগ্য ফসল : ধান, পাট, ইক্ষু ও সবজি ইত্যাদি।
২২. নদনদীর নাম : শীতলক্ষ্যামেঘনা, পুরাতন ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা, বালু এবং
ধলেশ্বরী।
২৩. দর্শনীয় স্থান : কদম রসূল দরগাহ, মেরিন একাডেমি, (লাঙ্গলবন্দ) হিন্দু তীর্থ
স্থান, সোনাকান্দা দুর্গ, সালেহ বাবর মাজার, আদমজী ইপিজেট, হাজীগঞ্জ দুৰ্গ,
কিল্লারপুল, পাচ পীরের দরগাহ, বিবি মরিয়মের মাজার, সোনারগাঁও লোকশিল্প
যাদুঘর ও পানাম নগরী, সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের মাজার, রাসেল।
পার্ক, জিন্দা পার্ক, কুন্দুস পার্ক ও বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম।
২৪. জেলার ঐতিহ্য শ শাসন আমল থেকেই নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি নামে
বৃহৎ ক্ষুদ্র এবং মাঝারী শিল্পকলকারখানায়
নারায়ণগঞ্জ । মসলিন কাপড় আর ঈশাখার ঐতিহ্যবাহী সোনারগাঁও, রূপগঞ্জের
জামদানি, অধুনালুপ্ত পৃথিবীখ্যাত আদমজী জুট মিলস, ব্যক্তি মালিকানাধীন।
বৃহত্তম পাইকারী কাপড়ের মার্কেট গাউছিয়া, কদমরসুল মসজিদের ঐতিহ্য ।
নিয়ে নারায়ণগঞ্জ জেলা সুপরিচিত।

No comments:

Post a Comment