আপনাদের আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা

Wednesday, July 4, 2018

গাজীপুর জেলার ইতিহাস

১. সৃষ্টির প্রেক্ষাপট : ইতিহাসখ্যাত ভাওয়াল পরগনার গহীন বনাঞ্চল আর গৈরিক
মৃত্তিকাকোষের টেকটিলায় দৃষ্টিনন্দন ঐতিহাসিক এ জনপথ, ১৯৮৪ সালের ১
মার্চ গাজীপুর জেলা হিসেবে গঠিত হয়।
২. নামকরণ : মোহাম্মদ শাহ তুঘলকের সময় পালোয়ান গাজী এই অঞ্চলে এসে।
বসতি স্থাপন করেন। পর্যায়ক্রমে গাজীবংশের লোকেরা ৫ শত বছরের বেশি।
সময় এ এলাকা শাসন করেন। জনগণ তাদের শাসনামলের ইতিহাস ও
ঐতিহ্যকে ভালবেসে এলাকার নাম রাখেন গাজীপুর।
৩. আয়তন : (প্রায়) ১৭৭০.৫৪ বর্গ কি. মি.।
৪. লোকসংখ্যা : মোট-(প্রায়) ৩৪,০৩৯১২ জন। পুরুষ- ১৭,৭৫,৩১০ ও মহিলা
১৬, ২৮,৬০২ । বৃদ্ধির হার : ৫.২১% ও ঘনত্ব (বৰ্গ কি. মি.) : ১৮৮৪ জন ।
৫. উপজেলার সংখ্যা ও নাম : ৫টি। গাজীপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া
কালিয়াকৈর ও কালীগঞ্জ ।
৬. থানার সংখা ও নাম : ৬টি। জয়দেবপুর, টঙ্গী (গাজীপুর সদর উপজেলাধীন),
কাপাসিয়াকালিয়াকৈর, শ্রীপুর ও কালীগঞ্জ ।
৭. সংসদীয় আসন । : ০৫টি। (১) কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সদর।
উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়নসমূহ ঃ কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন। (২)
গাজীপুর সদর উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়ন ব্যতীত ; পুবাইল, বাড়ীয়া
কাশিমপুর, কোনাবাড়ীবাসন, কাউলতিয়া ও মির্জাপুর। (৩) শ্রীপুর উপজেলা
এবং গাজীপুর সদর উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়নসমূহ : কাউলতিয়া ও
মির্জাপুর । (৪) কাপাসিয়া উপজেলা(৫) কালীগঞ্জ উপজেলা ও গাজীপুর সদর
উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়নসমূহ : পুবাইল ও বাড়ীয়া ।
৮. সিটি কর্পোরেশন-১টি, পৌরসভা৪টি ও ইউনিয়ন-৪৪টি।
৯. বিশিষ্ট ব্যক্তি : বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ, মো: শামসুল হক, ময়েজউদ্দিন
এডভোকেট, আফজাল মিয়া (বীর উত্তম), ভবানী ভট্টাচার্য, শহীদ হুরমত আলী
মো: হাবিব উল্লাহ, আহসান উল্লাহ মাস্টার, বিএ সিদ্দীকি, আহম্মদ উল্লাহ
মন্ডল, আলাউদ্দিন হোসেন, ফকির শাহাবউদ্দিন, গাজী গোলাম মোস্তফাকৃষক
নেতা মিয়া সিরাজুল হক, এড. রহমত আলীএড. আ ক ম । মোজাম্মেল হক,
মেঘনাদ সাহা, স্যার কে জি গুপ্ত, ড. মো: এখলাছ উদ্দিন, নুরুল ইসলাম,
নারায়ণ চন্দ্র রায় চৌধুরীআন্দুল খালেক পাঠান প্রমুখ।

১০. ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-৩৭ কি. মি. ও রেলপথে-৩৩ কি. মি.।
১১. যোগাযোগ ব্যবস্থা : বাস : কেন্দ্রীয় বাস স্টেশন গাজীপুর, ঢাকা-গাজীপুর-ঢাকা ।
বাস স্টেশন, বিআরটিসি বাস স্টেশন মতিঝিল। রেল ড ঢাকা-গাজীপুর রেল।
স্টেশন কমলাপুর । এনডব্লিউডি কোড নম্বর : ০২ ও পোস্ট কোড-১৭০০।
১২. পত্রপত্রিকা : দৈনিক গণমুখ, জন সংবাদ, আজকের জনতা, মুক্ত সংবাদ, গাজীর
দেশ ও বস্তুর চিত্র।
১৩. উপজেলা ভূমি অফিস-৫টি ও ইউনিয়ন ভূমি অফিস-৩৫টি।
১৪. মৌজার সংখ্যা৮১৪টি ও গ্রামের সংখ্যা- ১,১৪৬টি।
১৫. আদর্শ গ্রাম-২০টি । শিক্ষার হার-৫৬.৪০%।
১৬শিক্ষা প্রতিষ্ঠান : প্রাথমিক বিদ্যালয়-৫২৭টি, মাধ্যমিক বিদ্যালয়-২৫৫টি,
মহাবিদ্যালয়-৩০টি, মাদ্রাসা-১৭৯টি, হোমিও মেডিক্যাল কলেজ-১টি,
বেসরকারি মেডিকেল কলেজ-২টি, বিশ্ববিদ্যালয়-৫টি ও প্রাইমারি টিচার্স ট্রেনিং
কলেজ-১টি ।
১৭. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-৩৫০০টি ও মন্দির-৩২৫টি।
১৮. চিকিৎসা কেন্দ্র : মেডিকেল কলেজ ও হাসপাতাল-২টি, উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স-৫টি ও ক্লিনিক-১৮৫টি।
১৯. উল্লেখযোগ্য ফসল: ধান ও পাট ।
২০. নদনদীর নাম : লবলং, ব্রহ্মপুত্র, পারুলীসী, গোয়ালী, শীতলক্ষ্যা, বানার,
তুরাগ, বালু ও চিলাই ।
২১. দর্শনীয় স্থান : বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা
ইন্সটিটিউট, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, ভাওয়াল রাজবাড়ী, জাতীয়
বিশ্ববিদ্যালয়, আনসার একাডেমী, ইকো পার্ক, ভাওয়াল জাতীয় উদ্যান, হুমায়ন
আহমদের নুহাশ পল্লী ইত্যাদি।
২২. জেলার ঐতিহ্য : এককালের প্রমত্তা স্রোতস্বিনী লরলং, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা
বানার, তুরাগ, বালু, মালদহ প্রভৃতির বিপুল জলরাশির কল্যাণে গৈরিক মৃত্তিকার
কোলে এক সমৃদ্ধ জনপথ গাজীপুর। যার ঐতিহাসিক সভ্যতার প্রমাণ মেলে
২৫০-৩০০ হাজার বছর পূর্বের জনপথ সাকেশ্বর, ভাকুরাই ছড়া ও টোক,
কপালেশ্বর, দরদরিয়া একচালা, বৰ্ষপুর, চিনাসুখানিয়াশৈলাট, দিঘলীর ছিট
প্রভৃতি প্রাচীন প্রত্নস্থলে। মুসলমানদের বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার জন্য
টঙ্গী বহুল পরিচিত।

No comments:

Post a Comment