আপনাদের আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা

Wednesday, July 4, 2018

নেত্রকোনা জেলার ইতিহাস

১. সৃষ্টির প্রেক্ষাপট : ব্রিটিশ শাসনামলে ১৮৮০ খ্রি: নেত্রকোনা মহকুমা মঞ্জুর
করে ১৮৮২ সালের ৩ জানুয়ারি থেকে নেত্রকোনা মহকুমার কাজ শুরু হয়।
পাকিস্তান আমলে নেত্রকোনা মহকুমাকে জেলায় উন্নীত করার জন্য গণদাবি
উঠে । সে দাবি পূরণের লক্ষ্যে ১৯৬২ সালে সরকার কেন্দুয়ায় জেলা সদর
স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ করেছিল। কিন্তু, সরকারের সে পরিকল্পনা
বাস্তবায়ন হয়নি। ১৯৮৪ সালে ১৭ জানুয়ারি নেত্রকোনা মহকুমাকে জেলা
ঘোষণা করা হয় ।

২. নামকরণ : নবাব মুর্শিদকুলী খায়ের শাসন আমলে নেত্রকোনা নামের
উৎপত্তি। জানা যায়, নেত্রকোনা শহরের উত্তরে নাটেরকোনা নামে একটি
গ্রাম ছিল । ইংরেজ কর্মকর্তা ড্যাম্পিয়ার নাটেরকোনা গ্রামে সর্বপ্রথম
প্রশাসনের কাজ শুরু করেন। ইংরেজদের উচ্চারণে নাটেরকোনা বা
নেটেরকোনা বা নেতেরকোনা শব্দে রূপান্তরিত হয়। সেখান থেকেই
পরিবর্তিত হয়ে নেত্রকোনা নামকরণ করা হয়েছে।
৩. আয়তন ঃ (প্রায়) ২,৮১০ বৰ্গ কি. মি. ।

৪. লোকসংখ্যা : মোট-(প্রায়) ২২,২৯,৬৪২ জন। পুরুষ-১১,১১,৩০৬ ও
মহিলা-১১,১৮,৩৩৬ । বৃদ্ধির হার : ১.১৩% ও ঘনত্ব (বৰ্গ কি. মি.) : ৭৯৮
জন ।

৫. উপজেলার সংখ্যা ও নাম : ১০টি। নেত্রকোনা সদর, আটপাড়া,
খালিয়াজুরি, বারহাট্টা, মদন, পূর্বধলা, কেন্দুয়ামহনগঞ্জ, কলমাকান্দা ও
দুর্গাপুর ।

৬. থানার সংখ্যা ও নাম : ১০টি । নেত্রকোনা সদর, মোহনগঞ্জ, মদন,
খালিয়াজুরি, কেন্দুয়া, দুর্গাপুর, কলমাকান্দাআটপারাবারহাট্টা ও পূর্বধলা।
সীমান্ত পুলিশ ফাড়ি-০৮টি ।

৭. সংসদীয় আসন : ০৫টি। (১) কমলাকান্দা ও দুর্গাপুর উপজেলা। (২)
মৌগাতি ইউনিয়ন ব্যতীত নেত্রকোনা সদর উপজেলা। (৩) আটপাড়া ও
কেন্দুয়া উপজেলা । (৪) মোহনগঞ্জ, মদর ও খালিয়াজুরি উপজেলা। (৫)
পূর্বধলা উপজেলা ও নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়ন।

৮. বিশিষ্ট ব্যক্তিবর্গ : কমরেড মনি সিংহ, রাণী মাতা রাসমনি, সিরাজ উদ্দিন
কাশেমপুরী, খালেকদাদ চৌধুরী, রওশন ইজদানী, ড. এম ইন্নাছ আলীড.
মুহাম্মদ জাফর ইকবাল, ড. হুমায়ুন আহমেদ, বিচারপতি সাহাবউদ্দিন,
আন্দুল মোমিন, কর্নেল আবু তাহের (বীর বিক্রম), মোস্তফা জব্বার, জয়া
বচ্চন, এলাহী নেওয়াজ খান প্রমুখ।

৯. ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-১৫৯কি. মি. ও রেলপথে-১৩০ কি. মি.।

১০ যোগাযোগ ব্যবস্থা : বাস- ঢাকা- ফুলবাড়িয়া বিআরটিসি বাস স্টেশন,
মহাখালী-নেত্রকোনা বাস স্টেশন, মোড়লগঞ্জ, ঢাকা বাস স্টেশন। রেল।
কমলাপুর-নেত্রকোনা রেলওয়ে স্টেশন, নেত্রকোণা রেলওয়ে স্টেশন।
ইত্যাদি । এনডব্লিউডি কোড নম্বর : ০৯৫১ ও পোস্ট কোড-২৪০০।

১১ পত্রপত্রিকা : দৈনিক জননেত্র, বাংলার দর্পণ ও দেশ কণ্ঠস্বর।

১২. পৌরসভা০৫টি ও ইউনিয়ন-৮৬টি।

১৩. উপজেলা ভূমি অফিস-১০টি।

১৪. মৌজার সংখ্যা-১০১৪টি ও গ্রামের সংখ্যা-২,২৯৯টি।

১৫. শিক্ষার হার-৩৪.৯৪%।
১৬, উল্লেখযোগ্য ফসল : ধান, পাট, ইস্, আলু, তামাক, বেগুন, সরিষা ও ভুটা।

১৭. শিক্ষা প্রতিষ্ঠান : প্রাথমিক বিদ্যালয়-১২৩৭টি, জুনিয়র বিদ্যালয়-৫৯টি,
উচ্চ বিদ্যালয়-১৮৭টি, কলেজ-২৭টি ও মাদ্রাসা-৩১০টি।

১৮. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-৪,২০০টি।

১৯. চিকিৎসা কেন্দ্র হাসপাতাল-০১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-১০টি,
ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র-৬২টি ও ক্লিনিক-২৪৪টি
২০. নদনদীর নাম : কংশ, বাউলাই, সোমেশ্বরীমুগর ইত্যাদি।

২১. দর্শনীয় স্থান বিজয়পুর পাহাড়ে চিনামাটির নৈসর্গীয় দৃশ্য, টংক
আন্দোলনের স্মৃতিসৌধ, রাণীথং মিশন টিলাতে ক্যাথলিক গিজাবিরিশিরি
কালচারাল একাডেমী, কমলা রাণীর দীঘি, কথিত নইদ্যা ঠাকুরের ভিটা,
রাশমনি স্মৃতিসৌধ, লেগুরাচেংটি, গোবিন্দপুরের পাহাড়ের নৈসর্গীয় দৃশ্য,
সাত শহীদের মাজার, হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রা:)-এর
মাজার ও রোয়াইলবাড়ীর পুরাকীতি।

২২. জেলার ঐতিহ্য : নেত্রকোনা জেলায় অনেক প্রাচীন স্থাপত্য রয়েছে। সে
সকল স্থাপত্য অধিকাংশই ধ্বংস হয়ে গেছে। কিন্তু, স্থাপত্য এখনও
ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে । চানগাঁও গ্রামে একটি প্রাচীন মসজিদ

No comments:

Post a Comment