আপনাদের আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা

Wednesday, July 4, 2018

মাদারীপুর জেলার ইতিহাস

১. সৃষ্টির প্রেক্ষাপট : ফরায়েজি আন্দোলনের মহান নেতা হাজী শরীয়ত উল্লাহ,
পীর মোহসিন উদ্দিন দুদু মিয়াউপমহাদেশের আদিপুরুষ অম্বিকাচরণ।
মজুমদারসহ বহু প্রথিতযথা ব্যক্তির পুণ্যভূমি মাদারীপুর জেলা। কখনো
চন্দ্রদ্বীপ, কখনো ঢাকা, কখনো ফরিদপুরের সাথে প্রশাসনিকভাবে একত্রিত
থাকলেও ১৯৮৪ সালের ৩১ মার্চ নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।

2. নামকরণ : মাদারীপুর জেলার নামের উৎপত্তি সম্পর্কে জানা যায়,
মুসলমানগণ গৌড় জয় করার কিছুকাল পরে ভারত থেকে আগত সুফি
সাধক হযরত বদর উদ্দিন শাহ মাদার (র:) আসেন ধর্ম প্রচারের জন্য ।
ধারণা করা হয়, সাধক হযরত বদর উদ্দিন শাহ মাদার (র:)- এর
নামানুসারে মাদারীপুর নামকরণ করা হয়।

৩. আয়তন : (প্রায়) ১১৪৪.৯৬ বর্গ কি. মি.।

৪. লোকসংখ্যা : মোট- (প্রায়) ১১,৬৫,৯৫২ জন। পুরুষ- ৫,৭৪,৫৮২ ও
মহিলা-৫,৯১,৩৭০ ৷ বৃদ্ধির হার : ০.১৭% ও ঘনত্ব (বৰ্গ কি. মি.) : ১০৩৬
জন ।

৫. উপজেলার সংখ্যা ও নাম : ০৪টি। মাদারীপুর সদর, রাজৈরকালকিনি ও
শিবচর ।

৬. থানার সংখ্যা ও নাম : ০৫টি। মাদারীপুর, শিবচর, রাজৈর, কালকিনি ও ডাসার ।
৭. সংসদীয় আসন : ০৩টি। (১) শিবচর উপজেলা । (২) নিম্নবর্ণিত ইউনিয়ন।
ব্যতীত মাদারীপুর সদর উপজেলা : খোয়াজপুর, ঝাউদি, ঘটমাঝি,
মৰ্ম্মফাপুর ও কেন্দুয়া এবং রাজৈর উপজেলা । (৩) কালকিনি উপজেলা ও
মাদারীপুর সদর উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়নসমূহ ; খোয়াজপুর, ঝাউদি,
ঘটমাঝি, মক্সফাপুর ও কেন্দুয়া ।

৮. হানাদার মুক্ত দিবস : ১৯৭১ সালের ৮ ডিসেম্বর মাদারীপুর জেলা হানাদার
মুক্ত হয়।

৯. বিশিষ্ট ব্যক্তি : চিত্রপ্রিয় রায় চৌধুরী, নীরেন্দ্রনাথ দাশগুপ্ত, খান সাহেব
আলিমুদ্দিন আহম্মদ, মনোরঞ্জন সেনগুপ্ত, পূৰ্ণচন্দ্র দাস, যতীন্দ্রনাথ, পুলিশ
দাস, ড. ফজলুর রহমান খান, পীরমোহসিন উদ্দিন দুদু মিয়া, অম্বিকাচরণ।
মজুমদার, স্বামী প্রণবানন্দ মহারাজ, যোগেশচন্দ্র বিশ্বাস, ফনিভূষণ।
মজুমদার, ডা: জোহরা কাজী, কাজী আশরাফ মাহমুদ ও রায় বাহাদুর
রজনীকান্ত চট্টোপাধ্যায় ।

১০. ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-২২৯ কি. মি.।

১১. যোগাযোগ ব্যবস্থা। : বাস- ঢাকা-সায়েদাবাদ-মাদারীপুর বাস স্টেশন, আন্ত
জেলা বাস স্টেশন মাদারীপুর। লঞ্চ : সদরঘাট-মাদারীপুর লঞ্চ ঘাট।
এনডব্লিউডি কোড নম্বর : ০৬৬১ ও পোস্ট কোড-৭৯০০।

১২. পত্রপত্রিকা । দৈনিক সুবর্ণগ্রাম, বিশ্লেষণ, পান্ত, টেকেরহাট, সাপ্তাহিক
আনন্দবাংলা, বর্তমান ইশারা, সুবাৰ্তা, শরীয়ত উল্লাহ, আশ্বাস প্রমূখ।

১৩. পৌরসভা-০৩টি ও ইউনিয়ন-৫৮টি।

১৪. উপজেলা ভূমি অফিস-০৪টি ও ইউনিয়ন ভূমি অফিস-৫৮টি।

১৫. মৌজার সংখ্যা-৬৮৬টি ও গ্রামের সংখ্যা-১,০৬৯ টি।

১৬. মোট জমি-১,১৭,১২১ হেক্টর।

১৭. শিক্ষার হার-৬২%।

১৮. উল্লেখযোগ্য ফসল : ধান, পাট, তামাক, আলু, আখ ও শাক-সবজি।

১৯. শিক্ষা প্রতিষ্ঠান : প্রাথমিক বিদ্যালয়-৬৭৭টি, মাধ্যমিক বিদ্যালয়-১৫৫টি,
কলেজ-২১ টি ও মাদ্রাসা-৬৯টি ।

২০. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-৩৩৬৬টি, মন্দির-৩৩০টি ও গীর্জা-০৭টি ।

২১. চিকিৎসা কেন্দ্র : হাসপাতাল-০১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-০৩টি,
ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র-৫০টি ও ক্লিনিক-০৬টি।

২২. নদনদীর নাম : পদ্মামেঘনা ও আড়িয়াল খাঁ ।

২৩.দর্শনীয় স্থান : শুকনী লেক, সেনাপতির দীঘি, হাজী শরীয়ত উল্লাহর বাড়ি,
শ্রী শ্রী প্রণবমঠ ও শামিত্মকেন্দ্র।

No comments:

Post a Comment