আপনাদের আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা

Wednesday, July 4, 2018

ফরিদপুর জেলার ইতিহাস

১. সৃষ্টির প্রেক্ষাপট : ফরিদপুর জেলার প্রতিষ্ঠা ১৭৮৬ সালে হলেও তখন এর নাম
ছিল জালালপুর এবং প্রধান কার্যালয় ছিল ঢাকায়। ১৮০৭ সালে ঢাকা।
জালালপুর হতে বিভক্ত হয়ে ফরিদপুর জেলার সৃষ্টি হয়।
২. নামকরণ : অনেক আউলিয়া-দরবেশ, , পুণ্যাত্মার আবাসস্থল ।
হিসেবে এ অঞ্চল অত্যন্ত সুপ্রসিদ্ধ। এ জেলার পূর্ব নাম ছিল ফতেহাবাদ।
প্রখ্যাত সাধক এবং দরবেশ খাজা মাইনউদ্দিন চিশতি (র:)-এর শিষ্য শাহ।
ফরিদ (র:)-এর নামানুসারে এ জেলার নামকরণ করা হয় ফরিদপুর।
৩. আয়তন : (প্রায়) ২০,৭২.৭২ বর্গ কি. মি.।
৪. লোকসংখ্যা : মোট- (প্রায়) ১৯,১২,৯৬৯ জন। পুরুষ- ৯,৪২,২৪৫ ও মহিলা
৯, ৭০,৭২৪ । বৃদ্ধির হার ০৮৪% ও ঘনত্ব (বৰ্গ কি. মি.) : ৯৩২ জন।
৫. উপজেলার সংখ্যা ও নাম : ৯টি। সদরমধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা,
সালথা, নগরকান্দা, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন।
৬. থানার সংখ্যা ও নাম এ ০৯টি । কোতোয়ালি, মধুখালী, বোয়ালমারী
আলফাডাঙ্গা, সালথা, নগরকান্দা, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন
৭. সংসদীয় আসন : ৪টি। (১) মধুখালী ও বোয়ালমারী আলফাডাঙ্গা উপজেলা।
(২) সালথানগরকান্দা উপজেলা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন।
(৩) ফরিদপুর সদর উপজেলা।
৮. পৌরসভা০৪টি ও ইউনিয়ন-৭৯টি।
৯. বিশিষ্ট ব্যক্তি : অম্বিকাচরণ মজুমদার, হাজী শরিয়তুল্লাহ, ইউসুফ আলী চৌধুরী
হুমায়ুন কবির, বিচারপতি মো: ইব্রাহিম, পল্লীকবি জসীম উদ্দীন, বীরশ্রেষ্ঠ মুন্সী
আন্দুর রব প্রমুখ ।
১০. ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-১৪৫কি. মি. ও রেলপথে৫৬০কি. মি.।
১১ . যোগাযোগ ব্যবস্থা : বাস : সায়েদাবাদ-ঢাকা-ফরিদপুর বাস স্টেশন, ফরিদপুর।
কেন্দ্রীয় বাস স্টেশন। রেল। : ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ইত্যাদি।
এনডব্লিউডি কোড নম্বর : ০৬৩১ ও পোস্ট কোড-৭৮০০।
১২. পত্রপত্রিকা : দৈনিক ফরিদপুর, ঠিকানা, ভোরের রানা, পল্লব, কুমার, গণ ।
সংহতি, সাপ্তাহিক গণমন, ফরিদপুর কণ্ঠফরিদপুর বার্তাবাংলা সংবাদ,
মধুখালী বার্তা, মেধাআল হেলাল ও ফরিদপুর ইদানীং ।
১৩. উপজেলা ভূমি অফিস-০৯টি।
১৪. মৌজার সংখ্যা-৯১১টি ও গ্রামের সংখ্যা-১৮৮৭টি।
১৫. শিক্ষার হার-৪৩.৯৫%।
১৬. শিক্ষা প্রতিষ্ঠান : প্রাথমিক বিদ্যালয়-৭৬১টি, উচ্চ বিদ্যালয়-২৯৩টি, কলেজ
৩১টি, মাদ্রাসা-১৬১টি ও মেডিকেল কলেজ-০১টি ।
১৭. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-৩,২৪২টি, মন্দির-৪৭২টি ও গীর্জা-০৩টি ।
১৮. চিকিৎসা কেন্দ্র : হাসপাতাল-০২টি, উপজেলা স্বাস্থ্য কমপেক্স-০৭টি, ক্লিনিক
১৯টি এবং ইউ: স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্র-৭৯টি ।
১৯. নদনদীর নাম : পদ্মামধুমতি, কুমার, আড়িয়াল বা ইত্যাদি ।
২০.দর্শনীয় স্থান : পলীকবি জসীম উদ্দীনের বাড়ি ও কবর স্থান, নদী গবেষণা
ইনস্টিটিউট, হযরত শাহ ফরিদ মসজিদ, জগদ্বন্ধু সুন্দরের আশ্রম, গৌর
গোপাল আঙ্গিনাগোয়ালচামট, আটরশি বিশ্ব জাকের মঞ্জিল, বাইশ রমি।
জমিদার বাড়ি, সাতৈর মসজিদ, মথুরাপুরের দেউল ও পাতরাইল মসজিদ ।

No comments:

Post a Comment