আপনাদের আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা

Wednesday, July 4, 2018

কক্সবাজার জেলার ইতিহাস

১. সৃষ্টির প্রেক্ষাপট । ১৮৫৪ সালে কক্সবাজার মহকুমায় পরিণত হয়। বৃটিশ
শাসন-পরবর্তীতে কক্সবাজার পূর্ব পাকিস্তানের অংশ হয়। ক্যাপ্টেন
এডভোকেট ফজলুর করিম কক্সবাজার পৌরসভার প্রথম চেয়ারম্যান হন।
এবং সাগর সৈকতের পাশ দিয়ে বনায়নের সূচনা করেন যা কিনা পর্যটনের
বিকাশ ও সাগরের জোয়ারের হাত থেকে কক্সবাজার কে রক্ষায় ভূমিকা
রাখে । তিনি পাবলিক লাইব্রেরি ও টাউন হল স্থাপন করেন। অবশেষে
১৯৮৪ সালে কক্সবাজার মহকুমা কক্সবাজার জেলায় উন্নীত হয়।
২. নামকরণ : কক্সবাজারের প্রাচীন নাম ছিল পালকী । ইংরেজ অফিসার
ক্যাপ্টেন হিরাম কক্স ১৭৯৯ খ্রি. এখানে একটি বাজার স্থাপন করেন। কক্স
সাহেবের বাজার হতে কক্সবাজার নামের উৎপত্তি।
৩. আয়তন : (প্রায়) ২,৪৯১.৮৬ বর্গ কি. মি.।
৪. লোকসংখ্যা : মোট-(প্রায়) ২২,৮৯৯৯০ জন। পুরুষ-১১,৬৯,৬০৪ ও
মহিলা-১১,২০,৩৮৬ । বৃদ্ধির হার : ২.৫৫% ও ঘনত্ব (বৰ্গ কি. মি.) : ৯১৯
জন ।
৫. উপজেলার সংখ্যা ও নাম : ৮টি । কক্সবাজার সদর, চকোরিয়াকুতুবদিয়া
রামু, মহেশখালী, পেকুয়াউখিয়া ও টেকনাফ।
৬. থানার সংখ্যা ও নাম : ০৮টি। কক্সবাজার, মহেশখালী, চকোরিয়া,
কুতুবদিয়া, রামু, পেকুয়াউখিয়া ও টেকনাফ।
৭. সংসদীয় আসন : ০৪টি। (১) চকরিয়া ও পেকুয়া উপজেলা। (২)
মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা। (৩) কক্সবাজার সদর ও রামু
উপজেলা। (৪) টেকনাম ও উখিয়া উপজেলা।
৮. বিশিষ্ট ব্যক্তিবর্গ : কবি মোহাম্মদ নূরুল হুদা, মোস্তাক আহমদ চৌধুরী
মৌলভী ফরিদুল আলম, জনাব ছুরত আলম, সুনীল কৃষ্ণদে, আলাউদ্দিন।
শাহ (রহ.), কমল হোসেন চৌধুরীনূরুল হক বীর বিক্রম ও ওস্তাদ আবু
বকর।
৯. ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-৪১৮ কি. মি.।
১০. যোগাযোগ ব্যবস্থা : ঢাকা-সায়েদাবাদ, মতিঝিল-ঢাকা বাস স্টেশন, ঢাকা
কক্সবাজার বাজ স্টেশন, কেন্দ্রীয় বাস স্টেশন কক্সবাজার। এনডব্লিউডি
কোড নম্বর : ০৩৪১ ও পোস্ট কোড-৪৭০০।
১১. পত্রপত্রিকা : দৈনিক কক্সবাজার, সৈকত, আজকের দেশ বিদেশ, আপন
কণ্ঠ, চকোরী, হিমছড়ি ও বাকখালী।
১২. -০৪টি, ইউনিয়ন-৭১টি ও উপজেলা ভূমি অফিস-০৮টি ।
পোরসভা
১৩. মৌজার সংখ্যা-১৮৮টি ও গ্রামের সংখ্যা-৯৯২টি।
১৪. শিক্ষার হার-৩০.১৭%
১৫. শিক্ষা প্রতিষ্ঠান : জুনিয়র স্কুল-৫২টি, উচ্চ বিদ্যালয়-১০৪টি, কলেজ
২৮টি
১৬. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-৩,৩১৫ টি ।
১৭. চিকিৎসা কেন্দ্র : হাসপাতাল-০২টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-৮টি, উপ।
স্বাস্থ্য কেন্দ্র১৩টি ও ক্লিনিক-০৮টি।
১৮. উল্লেখযোগ্য ফসল : ধান, পাট ও সবজি ।
১৯. নদনদীর নাম ঃ মাতামুহুরী, রেজু, কোছালিয়া ও নাফ।
২০. দর্শনীয় স্থান : সমুদ্র সৈকত, হিমছড়ি, অগে3ধা ক্যাং, আনিনাথ মন্দির
সোনাদিয়া দ্বীপ, রাম কোট, লামার পাড়া ক্যাং, ইনানী, প্রবাল্পীপ।
সেন্টমার্টিনমাতিনের কূপ, বঙ্গবন্ধু সাফারী পার্ক, সোনাদিয়ারামুর বৌদ্ধ
মূর্তি ও পাহাড়ী দ্বীপ মহেশখালী ।
২১. ঐতিহ্য : জেলার সমুদ্র সৈকত ।

No comments:

Post a Comment