আপনাদের আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা

Wednesday, July 4, 2018

মুন্সীগঞ্জ জেলার ইতিহাস

১. সৃষ্টির প্রেক্ষাপট ; ইস্ট ইন্ডিয়া কোম্পানী দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমের
কাছ থেকে ১৭৬৫ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। সে।
সময় মুন্সীগঞ্জ ঢাকা জেলার অংশ ছিল। ঢাকা কালেক্টরেটের আওতায় ১৯৪৭
সালে মুন্সীগঞ্জ মহকুমা সৃষ্টি হয় এবং ১ মার্চ ১৯৮৪ সালে মুন্সীগঞ্জ জেলা
ঘোষণা করা হয় ।
2. নামকরণ : মুন্সীগঞ্জের প্রাচীন নাম ছিল ইদ্রাকপুর। কথিত আছে, মোগল শাসন।
আমলে এই ইদ্রাকপুর গ্রামে মুসী হায়দার হোসেন নামে এক ব্যক্তি ছিলেন।
তিনি মোগল শাসকদের দ্বারা ফৌজদার নিযুক্ত হয়েছিলেন। অত্যন্ত সজ্জন ও
জনহিতৈষী মুন্সী হায়দার হোসেনের নামে ইদ্রাকপুরের নাম হয় মুন্সীগঞ্জ । কারো
কারো মতে জমিদার এনায়েত আলী মুন্সীর নামানুসারে মুন্সীগঞ্জ নামকরণ করা।
হয়েছে ।
৩. আয়তন : (প্রায়) ৯৫৪.৯৬ বর্গ কি. মি.।
৪. লোকসংখ্যা : মোট-(প্রায়) ১৪,৪৫,৬৬০ জন। পুরুষ- ৭,২১,৫৫২ ও মহিলা
৭,২৪,১০৮ । বৃদ্ধির হার : ১.১০% ও ঘনত্ব (বৰ্গ কি. মি.) : ১৪৩৯ জন ।
৫. উপজেলার সংখ্যা ও নাম ঃ ০৬টি। শ্ৰীনগর, সিরাজদিখান, লৌহজংটঙ্গীবাড়ী
গজারিয়া ও মুন্সীগঞ্জ সদর।
৬. থানার সংখ্যা ও নাম : ০৬টি। মুন্সীগঞ্জ সদর, টঙ্গীবাড়ী, শ্ৰীনগর, লৌহজং,
গজারিয়া এবং সিরাজদিখান।
৭. সংসদীয় আসন : ০৩টি। (১) শ্রীনগর উপজেলা ও সিরাজদিখান। (২)
লৌহজং উপজেলা ও টঙ্গীবাড়ী। (৩) মুন্সীগঞ্জ সদর উপজেলা ও গজারিয়া।
৮. হানাদার মুক্ত দিবস : ১৯৭১ সালের ১২ ডিসেম্বর মুন্সীগঞ্জ জেলা হানাদার মুক্ত
হয় ।
৯. বিশিষ্ট ব্যক্তি এ রীতান অতীশ দীপংকর, স্যার জগদীশ চন্দ্র বসু, দেশবন্ধু
চিত্তরঞ্চন দাস, সরোজিনী নাইডু, সত্যেন সেন, জিতেন ঘোষ, মানিক
বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, সমরেশ বসু, শীর্ষেন্দু মুখ্যোপাধ্যায়, প্রফেসর ড.
ইয়াজউদ্দিন আহম্মেদ, ড. ফখরুদ্দীন আহমদ ও ইমদাদুল হক মিলন।
১০ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-২৭ কি. মি.।
১১. যোগাযোগ ব্যবস্থা : মুন্সীগঞ্জ বাস স্টেশন, কাচারী রোড, পশ্চিম মুক্তারপুর বাস।
স্টেশন, মুক্তারপুর, মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট। এনডব্লিউডি কোড নম্বর : ০৬৯১ ও
পোস্ট কোড- ১৫০০।
১২. পত্রপত্রিকা : দৈনিক মুন্সীগঞ্জের কাগজ, সাপ্তাহিক কাগজের খবর, সত্য প্রকাশ,
মুন্সীগঞ্জ ও মুন্সীগঞ্জ সংবাদ।
১৩. পৌরসভা০২টি, ইউনিয়ন-৬৮টি ও উপজেলা ভূমি অফিস-০৬টি।
১৪. মৌজার সংখ্যা-৬৯৫টি, গ্রামের সংখ্যা-৯৭০টি ও শিক্ষার হার-৪৫.৮%।
১৫. শিক্ষা প্রতিষ্ঠান : প্রাথমিক বিদ্যালয়-৫৩৮টি, মাধ্যমিক বিদ্যালয়-৯৯টি,
কলেজ-১৩টি ও যাদ্রাসা২৯টি।
১৬. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-২,৪৮৭টি।
১৭. চিকিৎসা কেন্দ্র :হাসপাতাল-০১টি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-০৬টি ওক্লিনিক-৫টি।
১৮. উল্লেখযোগ্য ফসল : আলু, ধান, পাট, সবজি ইত্যাদি।
১৯. নদনদীর নাম : ধলেশ্বরী, পদ্মামেঘনা ইত্যাদি।
২০. দর্শনীয় স্থান। : বল্লাল সেনের দীঘি, সুখবাসপুর দীঘি, শিকদার সাহেবের
মাজার, বার আউলিয়ার মাজার, শহীদ বাবা আদমের মসজিদ, ইদ্রাকপুর কেল্লা
ও অতীশ দীপংকরের পণ্ডিত ভিটা ।

No comments:

Post a Comment