আপনাদের আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা

Wednesday, July 4, 2018

জামালপুর জেলার ইতিহাস

১. সৃষ্টির প্রেক্ষাপট ; জামালপুর ময়মনসিংহ জেলার মধ্যে প্রথম মহকুমা হিসেবে
১৮৪৫ সালে মর্যাদা পায়। মহকুমা সৃষ্টি হওয়ার পর বিভিন্ন আন্দোলন-সংগ্রামের
পথ পাড়ি দিয়ে ১৩৩ বছর পর ১৯৭৮ সালের ২৬ ডিসেম্বর জেলার মর্যাদা
যায়।

২. নামকরণ : জামালপুর জেলার ইতিহাস সম্পর্কে সঠিকভাবে ধারণা পেতে হলে।
প্রখ্যাত আউলিয়া হযরত জামাল (র:) ও হযরত শাহ কামাল (র:) এ দুই বুজুর্গ
ব্যক্তির নাম স্মরণ করতে হয়। ইসলাম তথা মানবতার বাণী প্রচারের জন্য
হযরত শাহ জামাল (র:) দিল্লীর বাদশাহ আকবরের সময়কালে সুদূর ইয়েমেন
থেকে ইসলাম প্রচারের জন্য জামালপুরে উপস্থিত হন। জামালপুর শহরের আদি
নাম সিংহজানী। হযরত শাহ জামালের (র:) নামে কোন মৌজা, গ্রাম ও হাট
বাজার কিছুই ছিল না। এ পুণ্যবান ব্যক্তির মাজার শরীফ জামালপুর শহরে
অবস্থিত। তার নামেই এ জেলার নামকরণ করা হয়েছে।

৩. আয়তন : (প্রায়) ২০৩১.৯৮ বর্গ কি. মি.।

৪. লোকসংখ্যা : মোট-(প্রায়) ২২,৯২,৬৭৪ জন। পুরুষ-১১,২৮,৭২৪ ও মহিলা
১১,৬৩,৯৫০। বৃদ্ধির ও ঘনত্ব (বৰ্গ কি. মি.
হার : ০.৮৩% : ১০৮৪ ।
) জন

৫. উপজেলার সংখ্যা ও নাম : ০৭টি। জামালপুর সদর, সরিষাবাড়ীমাদারগঞ্জ,
মেলান্দহ, বকসীগঞ্জ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ ।

৬. থানার সংখ্যা ও নাম : ০৯টি। জামালপুর সদর, তারাকান্দি, ইসলামপুর,
দেওয়ানগঞ্জসরিয়াবাড়ী, মেলান্দহ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ ও বাহাদুরাবাদঘাট
নৌ থানা ।

৭. সংসদীয় আসন : ০৫টি। (১) দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ (২) ইসলামপুর ও
মেলান্দহ উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়নসমূহ ; শ্যামপুর ও মাহমুদপুর। (৩)
মাদারগঞ্জ উপজেলা ও নিম্নবর্ণিত ইউনিয়নসমূহ ব্যতীত মেলান্দহ উপজেলা :
শ্যামপুর ও মাহমুদপুর। (৪) সরিষাবাড়ী উপজেলা ও জামালপুর সদর
উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়নসমূহ : মেষ্টা ও তিতপল্লা। (৫) নিম্নবর্ণিত
ইউনিয়নসমূহ ব্যতীত জামালপুর সদর উপজেলা : মেষ্টা ও তিতপল্লা।

৮. বিশিষ্ট ব্যক্তি চলচিত্রে বাংলার মুকুটবিহীন সম্রাট আনোয়ার হোসেন,
চলচিত্রকার আমজাদ হোসেন, নাট্যব্যক্তিত্ব আন্দুল্লাহ আল মামুন, গীতিকার
মরহুম নজরুল ইসলাম বাবু, এম এস হুদাগিয়াস মাস্টার, হাসান হাফিজুর
রহমান, স্পীকার আন্দুল করিম, আন্দুল জব্বার, আ: ওয়াদুদ মাস্টার, প্রিন্সিপাল
রইছ উদ্দিন, আলেক মাহমুদ তালুকদার, নঈম মিয়া, নলিনী মোহন দাস, মাখন।
বাবু, এড. আনোয়ারুজ্জামান, কাদা মিয়া, ড. আতিউর রহমান, গোলাম
রব্বানী, আন্দুর রশিদ, মজিবর রহমান, আবুল কালাম আজাদ প্রমূখ।

৯. ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-১৯০ কি. মি. ও রেলপথে-১৭৭ কি. মি.।

১০. যোগাযোগ ব্যবস্থা : বাস : ঢাকা-জামালপুর বাস স্টেশন, ঢাকা-কল্যাণপুর বাস
স্টেশন, জামালপুর কেন্দ্রীয় বাস স্টেশন। রেল। : ঢাকা কমলাপুর রেলওয়ে
স্টেশন ইত্যাদি। এনডব্লিউডি কোড নম্বর : ০৯৮১ ও পোস্ট কোড-২০০০।

১১. পত্রপত্রিকা : দৈনিক আজকের জামালপুর, পল্লী কণ্ঠ প্রতিদিন, নবতান, সচেতন ।
কণ্ঠ, মুক্ত আলোপল্লীর আলোসাপ্তাহিক জামালপুর সংবাদ ও নতুন যুগ ।

১২. পৌরসভা০৬টি ও ইউনিয়ন-৬৮টি।

১৩. উপজেলা ভূমি অফিস-০৭টি ও ইউনিয়ন ভূমি অফিস-৬৮টি।

১৪. মৌজার সংখ্যা৮৪৪টি ও গ্রামের সংখ্যা-১,৩৬২টি।

১৫. মোট জমি-৫,১২,৮১৯ একর।

১৬. আদর্শ গ্রাম-৩৪টি।

১৭. শিক্ষার হার-৩২%।

১৮. উল্লেখযোগ ফসল : ধান, পাট, ইক্ষু, আলু, তামাক, বেগুন, সরিষা ও ভুটা।

১৯. শিক্ষা প্রতিষ্ঠান : প্রাথমিক বিদ্যালয়-৯৭৮টি, মাধ্যমিক বিদ্যালয়-৩১৪টি,
কলেজ-৩৬টি, মাদ্রাসা-১৮৬টি ও ভোকেশনাল স্কুল-১৬টি।

২০. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-৩,৩৪০টি, মন্দির-৪৪টি ও গীর্জা-৩৯টি।

২১. চিকিৎসা কেন্দ্র : হাসপাতাল-০১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-০৬টি, ইউনিয়ন
স্বাস্থ্য কেন্দ্র-২৮টি, পরিবার কল্যাণ কেন্দ্র-৩২ ও ক্লিনিক-১৫৮টি।

২২. নদনদীর নাম : যমুনাব্রহ্মপুত্র ও ঝিনাই ।

২৩. দর্শনীয় স্থান : হযরত শাহ জামাল (র:)-এর মাজার শরীফ, হযরত শাহ কামাল
(র:)-এর মাজার শরীফ, দয়াময়ী মন্দির, লাউচাপড়া পিকনিক স্পট
পর্যটক/অবকাশ যাপনকারীদের জন্য পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক সৌন্দর্যময়
স্থান এবং পাহাড়ের উপর পর্যবেক্ষণ টাওয়ার, যমুনা ফার্টিলাইজার ও জিল।
বাংলা চিনিকল।

২৪. জেলার ঐতিহ্য : ভাষা, লোক সংস্কৃতি ও বিভিন্ন ধরনের খেলা।

No comments:

Post a Comment