আপনাদের আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা

Wednesday, July 4, 2018

শরীয়তপুর জেলার ইতিহাস

১. সৃষ্টির প্রেক্ষাপট : স্বাধীনতা পরবর্তীকালে জেলাটি ফরিদপুরের মাদারীপুর
মহকুমার অন্তর্ভুক্ত ছিল । ১৯৮৪ সালে শরীয়তপুর নামে আলাদা জেলার
সৃষ্টি হয়।
২. নামকরণ । ১৯৭৭ সালের নভেম্বর বিশিষ্ট সমাজ সংস্কারক ও ব্রিটিশ
বিরোধী আন্দোলনের নেতা হাজী শরীয়ত উল্লাহর নামানুসারে শরীয়তপুর
নামকরণ করা হয় ।
৩. আয়তন : (প্রায়) ১১৮১ বৰ্গ কি. মি.।
৪. লোকসংখ্যা : মোট-(প্রায়) ১১৫৫,৮২৪ জন। পুরুষ-৫,৫৯,০৭৫ ও
মহিলা-৫,৯৬,৭৪৯ । বৃদ্ধির হার : ০.৬৫% ও ঘনত্ব (বৰ্গ কি. মি.) : ৯৮৪
জন ।
৫. উপজেলার সংখ্যা ও নাম : ০৬ টি। শরীয়তপুর সদর, ডামুড্যানড়িয়া,
জাজিরা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট।
৬. থানার সংখ্যা ও নাম : ০৭টি। সখিপুর, ডামুড্যানড়িয়া, জাজিরা
ভেদরগঞ্জ, পালং ও গোসাইরহাট।
৭. সংসদীয় আসন : ০৩টি। (১) শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা। (২)
নড়িয়া উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়নসমূহ
চরভাগাচরসেনসাস, দক্ষিণ তারাবুনিয়া, কাচিকাটা, সখিপুর, উত্তর
তারাবুনিয়া, ডি.এম খালী, আর্শিনগর ও চরকুমারিয়া। (৩) ডামুড্যা ও
গোসাইরহাট উপজেলা এবং ভেদরগঞ্জ উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়নসমূহ
ব্যতীত : চরভাগা, চরসেনসাস, দক্ষিণ তারাবুনিয়া, কাচিকাটা, সখিপুর,
উত্তর তারাবুনিয়া, ডি.এম খালী, আর্শিনগর ও চরকুমারিয়া ।
৮. বিশিষ্ট ব্যক্তি : অতুল প্রসাদ সেন, এম আজিজুল হক, আতাউল হক,
আন্দুর রাজ্জাক, আবু ইসহাক, এম এ রেজা, গীতা দত্তগুরুপ্রসাদ সেন,
গোপাল চন্দ্ৰ ভট্টাচার্য, দেবদাস চক্রবর্তী, গোষ্ট পাল, পুনিল বিহারী দাস,
রাম ঠাকুর, কর্নেল (অব:) শওকত আলীশামীম সিকদার, হাজী শরীয়ত
উল্লাহ ও ড. মোজাম্মেল হক। ।
৯. ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-২৩৮ কি. মি.।

.
১০. যোগাযোগ ব্যবস্থা : বাস : সায়েদাবাদ-শরীয়তপুর আন্তজেলা বাস স্টেশন।
লঞ্চ : সদরঘাট-শরীয়তপুর লঞ্চ ঘাট ইত্যাদি। এনডব্লিউডি কোড :
নম্বর।
০৬০১ ও পোস্ট কোড-৮০০০।
১১. পত্রপত্রিকা : দৈনিক রুদ্রবার্তাহংকার, বর্তমান এশিয়াসাপ্তাহিক
শরীয়তপুর সংবাদ, কাগজের পাতা ও বার্তা বাজার।
১২. পৌরসভা০৫টি ও ইউনিয়ন-৬৬টি।
১৩. উপজেলা ভূমি অফিস-০৩টি।
১৪. মৌজার সংখ্যা-৬১৬টি ও গ্রামের সংখ্যা-১,২৪৩টি ।
১৫. মোট জমি-১১৮২৩৪ হেক্টর ও শিক্ষার হার-১৯.১৫% ।
১৬শিক্ষা প্রতিষ্ঠান : প্রাথমিক বিদ্যালয়-৭৭২টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
১৯টি, মাধ্যমিক বিদ্যালয়-৮৩টি, কলেজ-১৬ টি ও মাদ্রাসা-৪২টি।
১৭. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-৩,৭৭২টি।
১৮. চিকিৎসা কেন্দ্র : হাসপাতাল-০১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-০৬টি ও
ক্লিনিক-২৩টি ।
১৯. নদনদীর নাম : পদ্মামেঘনা, পালং ইত্যাদি।
২০. দর্শনীয় স্থান : মগর, মহিষারের দীঘি, রাজনগর, কুরাশি, বুড়ির হাটের
মসজিদ, হাটুরিয়া জমিদার বাড়ি, রুদ্রকর মঠ, রাম সাধুর আশ্রম, ছয়গাও
জমিদার বাড়ী, মানসিংহের বাড়ি, শিবলিঙ্গ, সুরেশ্বর দরবার শরীফ,
পণ্ডিতসার মাজার শরীফ ও ধানুকার মনসা বাড়ি।
২১. জেলার ঐতিহ্য : নদীমাতৃক ও পিছিয়ে পড়া জেলা শরীয়তপুরের রয়েছে
ধানুকা, রাজনগর, ডোমসার, কোয়ারপুরকুরাশিসহ বহু পুরোনো অনেক
ইতিহাস ও ঐতিহ্য।

No comments:

Post a Comment